রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মনোহরদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা : দুবাই থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে সবকিছু খুইয়েছেন সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। সিরাজুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অর্জুনচর গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা বাদশা পরিবহনে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, কোমল পানীয় জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে নগদ অর্থ, মূল্যবান জিনিস, পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট, কাগজপত্রসহ লাগেজ নিয়ে পালিয়ে গেছে। দীর্ঘ সময় পরও বাড়িতে না আসায় এবং কারো সাথে যোগাযোগ না থাকায় তার মোবাইলে ফোন করা হলে অপর প্রান্ত থেকে গাড়ির হেলপার জানান, তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে। পরে বাড়ির লোকজন দ্রুত শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।