রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিবসটি পালন উপলক্ষে গত রোববার সন্ধ্যা ৭টায় পর আন্তর্জাতিক মানবাধিকার কমিশন পার্বতীপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে পার্বতীপুর শাখার সভাপতি অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি আওলাদ হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক গোলাপ রব্বানী, উপজেলা যগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক আনিছুর রহমান মিঠু, সদস্য তহিদুল ইসলাম, মানিক, সুমন, আনিছ, রতন প্রমুখ। এ ছাড়াও দুপুরে দিবসটি পালন উপলক্ষে গ্রাম বিকাশ কেন্দ্র্রের উদ্যোগে আদিবাসী ও দলীত সম্প্রদায়ের ছয়দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় বাস টার্মিনাল চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জিবিকে আলো প্রকল্পের ম্যানেজার নাদিরা আক্তার, নুরে আলম সিদ্দিক, আদিবাসী নেতা বিমল মুর্মু। অন্যদিকে হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা কমিটির সভাপতি ডা. এস এইচ সাজ্জাদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।