Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাতিয়ায় দু’গ্রুপের সংঘর্ষ : পল্লী চিকিৎসকসহ আহত ২০

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হাতিয়া (নোয়াখাল) উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের পুর্ব জোড়খালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পল্লী চিকিৎসকসহ ২০ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সকালে পল্লী চিকিৎক রিয়াজ উদ্দিনের বাড়িতে। আহতদের ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার তমরদ্দি ইউনিয়নের পুর্ব জোড়খালী গ্রামের মোঃ নাছির উদ্দিনদের সাথে একই বাড়ির মোঃ আবুল কাশেমদের সাথে দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে কয়েকবার গ্রাম পর্যায়ে ও হাতিয়া থানায় বৈঠক হয়। বৈঠকে সালীশদারগন স্বিদ্ধান্ত দেন জায়গার মালীক মোঃ নাছির উদ্দিন। এই মর্মে হাতিয়া থানা থেকে শালিসী রোয়েদার্দ ও দেওয়া হয়েছে। সোমবার সকালে মোঃ নাছির উদ্দিনের বড় ছেলে মোঃ রিয়াজ উদ্দিন পুকুরে মাছ ধরতে গেলে একই বাড়ির মোঃ আবুল কাশেম মাছ ধরতে বাধা দেয়। মাছ ধরা নিয়ে প্রথমে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে মোঃ আবুল কাশেম মোঃ রিয়াজ উদ্দিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তার চিৎকারে বাড়ির অন্য লোকজন আসে।
এক পর্যায়ে দু’গ্রæপের মধ্যে সংঘর্ষে পল্লী চিকিৎসক মোঃ রিয়াজ উদ্দিন (৩৬)সহ উভয় গ্রæপের ২০ জন আহত হয়। বাকি আহতরা হচ্ছে নুর উদ্দিন (৫০), মোঃ মহি উদ্দিন (৪৬), মোঃ অলি উদ্দিন (৪০), রহিম উদ্দিন (৩২) রোকসানা বেগম (৩৫), রিয়া বেগম (১২), মোঃ আবুল কাশেম (৬৫), মোঃ আব্দুর রহমান (৩৫), রুমি বেগম (২৯), মোঃ নিজাম উদ্দিন (৩০) মোঃ আবুতাহের (৪৫)। গুরুতর আহত অবস্থায় ১২ জন কে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা আসংকাজনক হওয়ায় গুরুতর আহত পল্লী চিকিৎসক মোঃ রিয়াজ উদ্দিন (৩৬) ও মোঃ নুর উদ্দিন (৫০) এ ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। এব্যপারে হাতিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, আহত পল্লী চিকিৎসক মোঃ রিয়াজ উদ্দিন। হাতিয়া থানার ওসি মো.কামরুজ্জামান শিকদার পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ