Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানের শীষে ভোট দেয়ার কৃষককে মারধর

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ভোলার মনপুরার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ৮নং ওয়ার্ড কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অপরাধে এক কৃষককে আটক করে আজ মারধর করেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ওই কৃষককে উদ্ধার করে ছেড়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরফৈজুদ্দিনের রতনের ছেলে জাকির হোসেন (২২) আজ সকাল ১১টায় ৮নং ওয়ার্ড কেন্দ্রে ভোট দিতে এসে ধানের শীষ প্রতীকে ভোট দেয়। স্থানীয় যুবলীগ কর্মী খোকন, মনির ও জাকির হোসেন সহ ৭/৮জন যুবলীগ কর্মী ধানের শীষে ভোট দেয়ার অপরাধে কৃষক জাকিরকে আটক করে মারধর করে। একঘণ্টা পরে ম্যাজিস্ট্রেট আল-আমিন এসে তাকে উদ্ধার করে ছেড়ে দেয়।
ম্যাজিস্ট্রেট আল-আমিন জানান, জাকিরকে কেন আটক করা হয়েছে তা আমি জানি না। তবে জাকিরের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় আমি তাকে ছেড়ে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ