বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটির জুড়াছড়িতে আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা হত্যা মামলায় একজন ইউপি মেম্বারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার লক্ষী লাল চাকমা, মানস চাকমা, রবিধন চাকমা, হেমন্ত চাকমা ও উত্তম কুমার চাকমা। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এই পাঁচজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
আটককৃতদেরকে আজ সোমবার রাঙামাটিস্থ আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হবে পুলিশের পক্ষ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।