Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাক বোঝাই খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ’। বস্তার গায়ে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ এবং খাদ্য অধিদপ্তরের নাম লেখা হতদরিদ্রদের ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ পাঁচ টন চাল জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকা থেকে ট্রাকভর্তি এই চালগুলো জব্দ করা হয়। চালগুলো রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে বের করে নগরীর বহরমপুর এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চালের চালানের সময় কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তাই ট্রাকসহ চালগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে ফিরোজ আহমেদ নামে ট্রাকের চালককে। ট্রাকে মোট ১৭৬টি চালের বস্তা পাওয়া গেছে। প্রতিটি বস্তায় চাল আছে ৩০ কেজি। তাদের কাছে খবর আসে- খাদ্য গুদাম থেকে এক ট্রাক চাল পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতেই ট্রাকসহ চালগুলো জব্দ করা হয়েছে। চালগুলো কোথায় যাচ্ছিল, জানতে চাইলে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ হলে তিনি বলেন নওগাঁয় আছি। তাই চালের বিষয়ে কিছু বলতে পারবেন না। জেলার অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামও চালগুলোর ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। চালগুলোর ব্যাপারে খাদ্য বিভাগের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ