বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল (রোববার) শিকলবাহা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন স্থানে আরও ৩টি বিদ্যুকেন্দ্র এবং ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রমের উদ্বোধনের সঙ্গে নবনির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।
ডুয়েল ফুয়েলে (প্রাকৃতিক গ্যাস ও ডিজেল) চালিত শিকলবাহা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালে। ২০১৭ সালের ৫ আগস্ট থেকে কেন্দ্রটি সিম্পল সাইকেলে এবং ৮ নভেম্বর থেকে কম্বাইন্ড সাইকেলে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ২০১৮ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক অর্থায়ন রয়েছে ১৩৭৫ কোটি টাকা এবং সরকারি ও বিউবো’র অর্থায়ন রয়েছে ৬৪৩ কোটি টাকা। উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিবির সদস্য (পিঅ্যান্ডডি) প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির-উজ-জামান, পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।