বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩ বছর পূর্তি উপলক্ষে গতকাল (রোববার) দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র্যালি বের করা হয়। এ উপলক্ষে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শিরীন আখতার ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ।
বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর হায়াত হোসেন। চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাশ ও বিভাগের এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সহকারী অধ্যাপক সায়মা আলম ও বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল। ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় একাডেমিক সভায় সাংবাদিকতা বিভাগ চালু করার সিদ্ধান্ত নেয়া হয় এবং ৮ মার্চ তা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদন দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।