Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দুর্নীতির মামলায় সিডিএ’র তিন প্রকৌশলী গ্রেফতার

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কালভার্ট নির্মাণে দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন প্রকৌশলীকে গতকাল (রোববার) সিডিএ ভবন থেকে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হলেন সহকারী প্রকৗশলী গোলাম সরোয়ার ও হামিদুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। দুপুরে গ্রেফতারের পর বিকেলে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন-দুদক চট্টগ্রামের উপ-পরিচালক লুৎফুল কবির বলেন, নগরীর অক্সিজেন এলাকা থেকে কাপ্তাই সড়কের মাথা পর্যন্ত কালভার্ট নির্মাণে চার লাখ ৯৮ হাজার ২০১ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দুদকের পরিদর্শক (প্রসিকিউশন) এমরান হোসেন বলেন, জরুরী অবস্থার সময় সিডিএ’র ওই তিন প্রকৌশলীসহ সিডিএ কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ১৫টি বিচারাধীন আছে। ১৫টি তদন্তাধীন আছে। তদন্তাধীন একটি মামলায় এ তিনজনকে গ্রেফতার করা হয়। দুদকের আইনজীবী কাজী ছানোয়ার হোসেন লাবলু জানান, ২০০৮ সালের অক্টোবরে নগরীর কোতোয়ালী থানায় ৩০টি মামলা হয়। এর মধ্যে তদন্তাধীন আছে ১৫টি। তদন্তাধীন মামলাগুলোর মধ্যে গোলাম সরওয়ার ৬টি, জাহাঙ্গীর আলম ৩টি এবং হামিদুল হক একটি মামলায় আসামি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ