Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাইয়ে

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : বোমাবাজি, হামলা, সংঘর্ষ, ব্যালট বক্স ছিনতাইয়ে কলারোয়া কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে ৪/৫ বোমা মেরে করে ব্যালট বক্স ছিনতাই করতে গেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হামিদের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিজিবি র‌্যাব পৌঁছে ৩ রাউন্ড ফাকা গুলি বর্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যালট পুড়িয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এনিয়ে কলারোয়ায় ২ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে! এদিকে বেলা সাড়ে ১০টায় দেয়াড়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট ফুরিয়ে যায়। এছাড়া দেয়াড়ার কাশিয়াডাঙ্গা, খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বড় খোর্দ্দ প্রাইমারী স্কুল কেন্দ্রে সামনে ব্যলট পেপারে সিল মারতে বাধ্য করায় বিএনপি দলীয় প্রার্থী ইব্রাহিম হোসেনের পক্ষ থেকে নির্বাচন স্থগিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছে বলে টেলিফোনে ইনকিলাবকে জানানো হয়। একই ভাবে যুগিখালী ইউনিয়নের সব কয়টি কেন্দ্রে শুরু থেকে ক্ষমতাসীন দলের প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট পেপারে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এদিকে হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট প্রাইমারী স্কুল কেন্দ্রে মারপিটের খবর পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ