Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না’গঞ্জে ইউসিবি ব্যাংকের শাখায় অগ্নিকান্ডে নিহত ১

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের একটি ব্যাংকে অগ্নিকান্ডে ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। তিনি ব্যাংকের গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহতের নাম সেলিম মিয়া (৪৫)। ব্যাংকের দরজার তালা কেটে ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহরের টানবাজার থানাপুকুর পাড় সিটি কর্পোরেশনের নির্মাণাধীন পদ্ম সিটি প্লাজা-১ ভবনের তৃতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গতকাল রোববার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। তবে ভল্ট অক্ষত রয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামুনুর রশিদ আরও জানান, আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম নামের এক ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে টানবাজার এলাকায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন পদ্ম সিটি প্লাজা-১ এর দশ তলা ভবনের তৃতীয় তলায় ইউসিবিএল ব্যাংকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনে ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদেও মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের অনেকেই ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করে। পদ্ম সিটি প্লাজা-১ এর মার্কেটের নিরাপত্তারক্ষী ওয়াজীউল্লাহ পাটোয়ারি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় তলায় উঠে ব্যাংকের কলাপসিবল গেট কেটে সিকিউরিটি গার্ড সেলিম মিয়াকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আগুনে সেলিমের শরীরের প্রায় ৬০ ভাগ ঝলসে গেছে। তার বাড়ি কুমিল্লা জেলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ