Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউ’র বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি ২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ ও ভাইভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নার্সিং অনুষদের অধীনে পরিচালিত ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সের ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদারের যথাযথ নির্দেশনা ও সার্বিক তত্ত¡াবধানে গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয় এবং গত শনিবার উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা সম্পন্ন হয়। সকল ভেন্যুতে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ডা. মো. শহীদুল্লাহ সিকদার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রশাসন ডা. মো. শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ডা. এবিএম আব্দুল হান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, উপ-রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার দাস, সহকারী পরিচালক মো. মোক্তার হোসেন, সহকারী পরিচালক সুমন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোট ২৫টি আসনের বিপরীতে ১২৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ