বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন (বিএনএসিডবিøউসি) এর ১৩ম সাধারণ সভা গতকাল রোববার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আইএসপিআরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার ও বিএনএসিডবিøউসি এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো: মাহফুজুর রহমান। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এবং তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন এর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। সভায় রাসায়নিক দ্রব্য আমদানীকারক ও রপ্তানীকারকদের লাইসেন্স প্রদান সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের ব্যাপরে আলোচনা করা হয়। এছাড়াও সভায় রাসায়নিক অস্ত্র বা যে কোন রাসায়নিক দুর্ঘটনা প্রতিরোধমূলক জাতীয় কর্মসূচী প্রনয়নের যথার্থতা সম্পর্কেও আলোচনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।