Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার তার পতন ঠেকিয়ে রাখতে পারবে না -ভিপি সাইফুল

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : আন্তর্জাতিক মানববাধিকার দিবস উপলক্ষে গুম ও বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বগুড়া জেলা বিএনপি। গতকাল রবিবার বেলা ১১ টায় শহরের নবাববাড়ী সড়কে মানবন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপির কেন্দ্রিয় সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান। উপস্থিত ছিলেন বিএনপিনেতা ও উপজেলা চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল আলম মামুন, মাছুদুর রহমান হিরু, মতিউর রহমান মতি, এড. রাফি পান্না, পরিমল চন্দ্র দাস, সহিদুন্নবী সালাম, আব্দুল ওয়াদুদ, মেহেদী হাসান হিমু, মিজানুর রহমান মিজান, ফারুকুল ইসলাম ফারুক, মাহমুদ শরীফ মিঠু, খান জাহাঙ্গীর, হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক, লিটন শেখ বাঘা প্রমুখ। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিনাভোটে নির্বাচিত আওয়ামী লীগ টিকে থাকতে দমন পীড়নের পথ বেছে নিয়েছে। তবে যত নিপীড়নই চালাক সরকার শেষ পর্যন্ত তার পতন ঠেকিয়ে রাখতে পারবেনা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ