Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন অ্যাম্বুলেন্স পেলো বিএসএমএমইউ’র প্যালিয়েটিভ কেয়ার বিভাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নতুন এ্যাম্বুলেন্স পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগ। এ্যাম্বুলেন্সটি সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার পরিচালিত ঢাকা ও নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার-এর হোম কেয়ার সার্ভিসের জন্য ব্যবহৃত হবে। এ্যাম্বুলেন্সটি দান করেছেন সূফী মিজান ফাউন্ডেশন-এর চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বি বøকের সামনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদারের কাছে এ্যাম্বুলেন্সটির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি সৈয়দ সাদেক মো. আলী। এসময় পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. নিজামউদ্দিন আহমদ, রোটারি ক্লাব অব মেট্রোপলিটান ঢাকা-এর প্রতিনিধি খালিদ হাসান, এ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, উপ-পরিচালক ডা. মো. খোরশেদ আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ