Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কোরআন ও সুন্নাহ’র শাসন না মানলে ধ্বংস অনিবার্য -কসরে হাদী খানকাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কসরে হাদী খানকার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় শায়খ শাহসুফী সৈয়দ আব্দুল হান্নান আল হাদী বলেছেন, বিশ্বের পশুত্বের শাসন ও সামাজিক অন্ধকার দূর করতে আল­াহ তায়ালার প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ (সা.) কে প্রেরণ করেন সারাবিশ্বের রহমত স্বরূপ। সেই অবস্থায় পবিত্র কুরআনের মাধ্যমে ও নিজের অনুপম আদর্শের দ্বারা বিশ্ববাসীকে তিনি মুক্তির দিশা দিয়েছিলেন এবং সুশাসনে সুশৃঙ্খলিত করে ছিলেন। কিন্তু আমরা কুরআনের নীতি ও রাসূল সা. এর নির্দেশ ভুলে যাওয়ায় চরিত্রহীন ও তাগুতি শাসনে আমরা আজ অতিষ্ট। তাই আবারো আমাদেরকে কুরআনের শাসনে ফিরে যেতে হবে। নচেৎ ধ্বংস ছাড়া আর কোন গতি নেই। কুরআনকে আঁকড়ে ধরার এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। মনে রাখতে হবে হযরত ইমাম মেহেদী আ. অচীরেই আসবেন, তিনি সমস্ত কাফেরদের পারভূত করে ও আবাধ্যদের নিহত করে পৃথিবীতে আবার মুমিনের ন্যায় বিচার ও শৃঙ্খলা কায়েম করবেন। তাই যারা ইহুদি, খ্রীস্টান, হিন্দু বৌদ্ধ ও নাস্তিকদের দ্বারা প্রভাবিত হচ্ছেন তারা হুশিয়ার না হলে তারাই সর্বাগ্রে ধ্বংস হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ