বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : এ বছর বিদ্যুৎ খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি (এডিপি) গত বছরের তুলনায় বেশি। কারণ চলতি বছরের প্রকল্পগুলোতে অর্থছাড় হয়েছে দ্রæত। সঙ্গে ছিল বিদ্যুৎ বিভাগের নজরদারি। গত পাঁচ মাসের এডিপি পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে। বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সঞ্চালন লাইন, বিতরণ লাইন ও উপকেন্দ্র স্থাপনের মতো প্রকল্পগুলোতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। বিদ্যুৎখাতের প্রকল্পগুলোতে এবার অর্থছাড় সময়মতো হওয়ার কারণেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
এবারের অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিদ্যুৎ বিভাগ থেকে ৮৫টি প্রকল্পের কাজ চলছে। এছাড়া নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে আরও ১৬টি প্রকল্প। নভেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার দুই দশমিক ৭৭ ভাগ বেশি কাজ হয়েছে। এ সময়ে এডিপিভুক্ত প্রকল্পগুলোতে ব্যয় হয়েছে মোট বরাদ্দের ৪৭ দশমিক ৫৫ ভাগ।
অন্যদিকে নিজস্ব অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ব্যয় ৫২ দশমিক ৯ ভাগ। গড়ে প্রকল্প ব্যয়ের পরিমাণ ৪৭ দশমিক ৭৭ ভাগ। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৪৫ ভাগ। গত বছর এই সময়ে অগ্রগতি ছিল ৩০ দশমিক ২১ ভাগ। যা নতুন অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ৪৭ ভাগ কম। অর্থবছরের প্রথম পাঁচ মাসে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৮৫টি প্রকল্পের মধ্যে ৪৫টির প্রায় ৪৫ থেকে ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। আর ৪৫টি প্রকল্পের ৫০ ভাগের চেয়ে কম কাজ হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানায়। তবে ৩১টি প্রকল্পের কোনও অগ্রগতি হয়নি। এর মধ্যে ২১টি এডিপি ও ১০টি নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে এবার ২২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বিদ্যুৎ বিভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।