Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

এইউবি মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সচেষ্ট

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন- শিক্ষা সম্প্রসারণের সাথে সাথে শিক্ষার মান সমুন্নত রাখার মাধ্যমেই কেবল যোগ্য গ্রাজুয়েট তৈরি করা সম্ভব। এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সেই কাজটি করে চলেছে। সে জন্য এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এইউবি শিক্ষার্থীদের সুনাগরিক করে গড়ে তোলার উদ্দেশ্যে তাদের মাঝে দেশপ্রেম, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, সংরক্ষণ ও উদ্বুদ্ধকরণসহ জঙ্গীবাদমুক্ত শিক্ষার পরিবেশ বজায় রেখে চলেছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ বিশ্ববিদ্যালয় সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। বিগত প্রায় দুই দশক ধরে দেশের অন্যতম এ শিক্ষাতায়নটি বিপুল সংখ্যক শিক্ষার্থীকে জীবন যুদ্ধে অবতীর্ণ এবং জাতির সেবায় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত করে তুলেছে। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অত্যন্ত স্বল্প শিক্ষাব্যয়ে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে চলেছে। ফলে গ্রাম-গঞ্জের অবহেলিত ও মেধাবী ছাত্র-ছাত্রীগণ এখান থেকে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ