Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপচাঁদা চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নতুন ধান! নতুন অন্ন! নবান্ন। আর এ নবান্ন উৎসব ঢাকার নাগরিক জীবনে সম্পৃক্ত করতে ও সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বিগত বছরের মতো এবারও ‘শস্যের আহŸানে বিজয়ের উল্লাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবান্ন উৎসব এবং বিজয় দিবসকে এক সুতোয় গাঁথতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোবিজ এন্টারটেইনমেন্ট আয়োজন করতে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী জীবনঘনিষ্ঠ নবান্ন উৎসব। আজ ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডি রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে ‘রূপচাঁদা চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব ১৪২৪’। রূপচাঁদা নবান্ন উৎসব আকর্ষণীয় করতে এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্নের নাচ, নবান্নের গান, পুতুল নাচ, নাগরদোলা, পুঁথি পাঠ, বায়োস্কোপ, গাজীর কিস্সা, পালকি, লাঠি খেলাসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রূপচাঁদা নবান্ন উৎসবের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন ইন্দ্রমোহন রাজবংশী, শফী মন্ডল, কিরণ চন্দ্র রায়, ফকির আলমগীর, চন্দনা মজুমদার, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিনসহ প্রখ্যাত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ