Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটকয়েন অনুমোদন এখনই নয় : ডেপুটি গভর্নর

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশে খুব শিগগির বিটকয়েন বা এর মতো কোনো ডিজিটাল মুদ্রার বৈধতা দেওয়া হচ্ছে না বলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী জানিয়েছেন। ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে গত শনিবার আয়োজিত ‘ডিজিটাল কারেন্সি অপার্চুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসকে সুর চৌধুরী বলেন, আমরা গবেষণা করে দেখছি, কীভাবে এ ধরনের ডিজিটাল কারেন্সি বাংলাদেশে ঝুঁকি কমিয়ে চালু করা যায়। কিন্তু এখন পর্যন্ত আমরা এর বৈধতা দেইনি এবং সহসা এর বৈধতা দেওয়ারও কোনো সুযোগ নেই।
বিটকয়েন এক ধরনের ডিজিটাল ম্দ্রুা, যা মূলত অনলাইন জগতে অনেকটা শেয়ার বা মুদ্রার মতো লেনদেন হয়। সাম্প্রতিক সময়ে এই ডিজিটাল মুদ্রার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এক বছর আগে বিটকয়েনে ৮০০ ডলারের মতো বিনিয়োগকারী এখন প্রায় ১৬ হাজার ডলারের মালিক।
বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যাবস্থাপক দেব দুলাল রায় বলেন, বাংলাদেশে বিটকয়েন বৈধ না হলেও আমরা খবর পাচ্ছি, যারা বাংলাদেশে অবৈধ টাকার মালিক তারা বিভিন্ন মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ