প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বীর সিং রাজপুত (আরবাজ খান) অত্যন্ত প্রতিভাবান একজন অংকন শিল্পী। চারদিনের এক ঘোরে পাওয়া সময়ের ব্যাপ্তিতে সে তার স্বপ্নের নারীর পোর্ট্রেট এঁকে ফেলে। ছবির নারীটি রওনক (সানি লিওন) ছাড়া অন্য কেউ নয়। রওনক একটি আর্ট গ্যালারির মালিক। কাকতালীয় হোক বা কাহিনীর প্রয়োজনে রওনকের সঙ্গে বীরের দেখা হয়ে যায়। স্বাভাবিকভাবেই তারা অন্তরঙ্গ হয়। রওনক তার চার মক্কেলকে বীরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়; এরা হল- আরেনা (ভানি সিং), বিক্রম (আরিয়া বাব্বর), ববি (সলিল আঙ্কোলা) আর জানাশিন (হানিফ নয়দা)। এই মক্কেল চারজন আসলে অর্থলোভী পেইন্টিং চোর। তারা বীরকে হত্যা করে তার আঁকা সব পেইন্টিং চুরির পরিকল্পনা করে। কাজটি করার সময় তারা নির্মমভাবে বীর আর রওনককে পেটায়। ঘটনার পর বীর গায়েব হয়ে যায় এবং চার চোর একে একে খুন হয়। রওনকের বিশ্বাস বীরের আত্মা এমন করছে। প্রেমিকের খোঁজে সে এক অলৌকিকত্ব বিশেষজ্ঞের (সুধা চন্দ্রন) সঙ্গে যোগাযোগ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।