প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচনে এস আই ফারুক-কাজী মনির প্যানেল পূর্ণ জয়লাভ করে। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে খায়রুল ইসলাম-আলমগীর রতন প্যানেল। সমিতির ভোটার সংখ্যা ছিল ১৯৪ জন। এর মধ্যে ১৮৮ জন ভোটার ভোট দিয়ে ফারুক-মনির পুরো প্যানেলকে জয়ী করেন। নির্বাচন কমিশনার শাহ আলম কিরণ বলেন, গতবারের মতো এবারও নির্বাচিত হয়েছেন এস আই ফারুক ও কাজী মনির প্যানেলের সদস্যরা। আমাদের মোট ভোট ১৯৪টির মধ্যে ১৮৮টি ভোট কাস্ট হয়। আমি সদ্য বিজয়ীদের স্বাগত জানাই। আশা করি, বিগত দিনের মতো তারা চলচ্চিত্র উন্নয়নে ভ‚মিকা রাখবেন। নির্বাচিত সভাপতি এস আই ফারুক বলেন, গত দুই বছর আমরা চলচ্চিত্র এবং সংগঠনের জন্য কী করেছি, তারই উত্তর দিয়ে উৎসাহ দিয়েছেন আমাদের সদস্যরা। আমি সবাইকে কথা দিচ্ছি, চলচ্চিত্র এবং সংগঠনের উন্নয়নে আমাদের ভ‚মিকা অব্যাহত থাকবে। সাধারণ স¤পাদক কাজী মনির বলেন, গত দুই বছরের কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। আমাদের সঙ্গে যারা প্রতিদ্ব›িদ্বতা করেছেন তারা আমাদেরই ভাই। আসুন, আমরা সবাই মিলে চলচ্চিত্র ও সংগঠনের উন্নয়নে ভ‚মিকা রাখি। আমি মনে করি, চলচ্চিত্র এখন যে অবস্থানে রয়েছে, তাতে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। নির্বাচন কমিশনার শাহ আলম কিরণ আরো বলেন, ১৯৮০ সালে এফডিসিতে এই সংগঠনটির জন্ম হয়। শওকত জামিল ও আবুল খায়ের বুলবুল প্রতিষ্ঠাতা সভাপতি-সাধারণ স¤পাদক ছিলেন। তখন থেকে এখন পর্যন্ত সমিতি থেকে পরিচালক বের হচ্ছেন এবং সম্মানের সঙ্গে কাজ করছেন। আমি আশা করি, এই সংগঠন থেকে আরো গুণী নির্মাতা বের হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।