রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের জাতীয়তাবাদী শক্তির একমাত্র কেন্দ্রস্থল, দেশের অস্তিত্ব রক্ষার লড়াইকে বেগবান রাখতে বিএনপির ভবিষ্যত কর্ণধার তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রে ঐক্যবদ্ধভাবে দাঁড়ান, জিয়া পরিবারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে প্রতিটি জেলায় দুর্বার আন্দোলন গড়ে তুলুন। গত শনিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার টেগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নাগরিক ফোরামের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার রুহুল আমিন মন্ডল উপরোক্ত কথাগুলো বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও ক্ষেতলাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বেদেনা। বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা সভাপতি অ্যাড. এ টি এম মোজাহিদ আজিজ মনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বাঁধন, উপজেলা সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার সরদার, পাঁচবিবি উপজেলা সভাপতি আশিক হোসেন, সম্পাদক বাবু সরদার ও সাংগঠনিক সম্পাদক আ. জলিল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।