রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ এন্টারপ্রাইজের একটি এসি নৈশকোচে ডাকাতির ঘটনায় শেরপুর জেলা সদর থেকে সাত ডাকাতকে গ্রেফতার করে এনেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজের একটি এসি নৈশকোচে যাত্রীবেশে দিনাজপুর ও আমবাড়ী থেকে আটজন ডাকাত উঠে। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে পৌঁছলে ডাকাতরা ড্রাইভারকে জিম্মি ও মারপিট করে ধারালো চাকুর ভয় দেখিয়ে চালকে সরিয়ে দিয়ে কোচের নিয়ন্ত্রণ নেয় এবং পথিমধ্যে যাত্রীদের ৯টি মোবাইল, প্রায় তিন লাখ টাকা, এক ভরি স্বর্ণালঙ্কারসহ বেশকিছু মালপত্র নিয়ে ডাকাতি করে চাপড়ীগগঞ্জ নামক স্থানে নেমে যায়। পরে এ ঘটনায় মোবাইল নম্বরের সূত্র ধরে এক ডাকাত আটক হলে সে ডাকাতির ঘটনার বর্ণনা দেয়। সেই তথ্যমতে মোবাইল ট্র্যাকিং ও গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনূর রহমানের নেতৃত্বে এসআই হাফিজসহ সঙ্গীয় পুলিশ ফোর্স শেরপুর জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে ওই সাত ডাকাতকে গ্রেফতার করে। আটককৃতরা হলো- শাহিনুর রহমান, মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম খোরশেদ, দেলোয়ার হোসেন রাজা, রুবেল মিয়া ও রেজাউল করিম ইব্রাহিম। আটককৃতদের বাড়ি টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, জামালপুর জেলায়। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানায় হাজির করে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আটককৃত ডাকাতদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে হাজির করলে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফ এন্টারপ্রাইজের এসি কোচে ডাকাতি সংঘটিত হওয়ার ঘটনায় আটককৃত সাত ডাকাতকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে হাজির করলে ডাকাতরা ১৬৪ ধারায় জবানবন্দিতে ডাকাতির ঘটনা স্বীকার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।