Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পপতিকে পিটিয়ে হাসপাতালে পাঠাল চেয়ারম্যান পুত্র

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বদনাম বলার অপবাদ দিয়ে কাইয়ুম সরকার (৪০) নামে এক শিল্পপতিকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে রকিব নামে এক ইউপি চেয়ারম্যানের পুত্র। শুক্রবার রাতে নরসিংদী চৌয়ালা শিল্প এলাকায় এ সন্ত্রাসী কাÐটি ঘটেছে। জানা গেছে, নরসিংদী চৌয়ালা এলাকার মোস্তফা টেক্সটাইলের মালিক কাইয়ুম সরকার ও ইউপি চেয়ারম্যান হারিছ মিয়ার বাড়ী করিমপুর ইউনিয়নের জগদপুর গ্রামে। দুই পরিবারই বর্তমানে নরসিংদী শহরে বসবাস করছে। পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবত কলহ চলে আসছিল। কিছুদিন পূর্বে চেয়ারম্যান পুত্র রকিব মোবাইল ফোনে কাইয়ুম সরকারকে জিজ্ঞাস করে যে তুমি নাকি আমার বিরুদ্ধে বদনাম রটাও। শিল্পপতি কাইয়ূম সরকার তাকে জানায়, এ ব্যাপারে আমার সামনা সামনি এসে কথা বল। এতে সে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ৮টায় চেয়ারম্যান হারিছ মিয়ার পুত্র রকিব, তার কয়েক জন সন্ত্রাসী বাহিনী নিয়ে মোস্তফা টেক্সটাইলের অদূরে রাস্তার পার্শ্বে ওঁৎ পেতে বসে থাকে। শিল্পপতি কাইয়ূম সরকার বাসা থেকে বেরিয়ে মিলের উদ্দেশে যাওয়ার সময় চেয়ারম্যান হারিছের পুত্র রকিব ও সতির্থ সন্ত্রাসীরা কাইয়ুম সরকারের গতিরোধ করে পিটাতে শুরু করে। এসময় অন্যান্য সন্ত্রাসীরা তাকে এক যোগে কিল-ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে রকিব কাইয়ুস সরকারকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করলে কাইয়ুম সরকার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে রকিব ও অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ