বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো ঃ মেঘনা নদীগর্ভে জেগেওঠা ভাষানচরকে ৬টি মৌজায় বিভক্ত করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তর থেকে ৪৯ সদস্যের একটি টিম গত তিনদিন ভাষানচরে অবস্থান ও জরীপ কাজ সম্পন্ন করেন। জানা গেছে, ৬টি মৌজায় ভূমির পরিমান ১৩ হাজার একর । অর্থাৎ ২০ বর্গকিলোমিটার এলাকাকে ৬টি মৌজায় অন্তর্ভূক্ত করা হয়েছে । এ প্রসঙ্গে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, যেহেতু জরীপ বিভাগের কাজ সেহেতু আমরা এরসাথে সম্পৃক্ত ছিলাম না তবে ভাষানচরে জরীপ কার্যক্রমের কথা শুনেছি। অপরদিকে ভাষানচরে ভূমির পরিমাণ সম্পর্কে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী জানান, ভাষানচরের চর্তূদিকে যেহারে ভূমি জাগছে তাতে করে আগামী এক দশকে কমপক্ষে ৪টি ইউনিয়নের সমপরিমান আয়তনের ভূমি হবে। পুরো চরটি নৌবাহিনীর সার্বিক তত্বাবধানে থাকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এর ফলে চরদখল এবং জলদস্যুদের উৎপাত বন্ধ হবে । উল্লেখ্য,হাতিয়ার ভাষানচরে রোহিঙ্গাদের পূর্ণবাসন কল্পে গৃহীত মহাপরিকল্পনা অনুমোদিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।