Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ২০ । আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট -
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু নাসের (৫২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল (শনিবার) সকাল সোয়া ৮টায় নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আবু নাসের ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরের গণি মিয়ার পুত্র। তিনি নগরীর সদরঘাটে মাছের ব্যবসা করতেন। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আবু নাসের সদরঘাটে যাওয়ার সময় নগরীতে চলাচলরত ৬ নম্বর যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
নোয়াখালী ব্যুরো জানায়, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া সোনাইমুড়ী সড়কের মোল্লারটেক শারমিন মেডিকেরের পার্শ্বে শনিবার বিকার সাড়ে পাঁচটায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। নিহত রাসেল (১৮), পারভেজ (২৬) ও সূজন (২৮) । এদের বাড়ী সোনাইমুড়ী উপজেলার বিজয় নগর ব্যাপারী বাড়ী। সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাইমুড়ির ওই তিন যুবক সেনবাগে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরছিলো। পথে উপজেলার সোনাইমুড়ি-কানকিরহাট সড়কের পাকা রাস্তার মাথা মোল্লারটেক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের তিন আরোহীর মধ্যে রাসেল ও পারভেজ নামে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জে বাসচাপায় এক পথচারী নিহত ও অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পথচারী লুৎফর রহমান শেখ (৫০) ফরিদপুর জেলার বোয়ারমারী উপজেলার অমৃত নগর গ্রামের ইসলাম শেখের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপীনাথপুরে পৌছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফাল্গুনী পরিবহন বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায় এবং টুঙ্গিপাড়া পরিবহনের বাসটি গোপীনাথপুর স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকে যায়। এ সময় বাসচাপায় পথচারী লুৎফর রহমান শেখসহ অন্তত ১১ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর গুরুতর আহত লুৎফর রহমান শেখকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ড ভ্যানের সাথে এ্যাপালো বাসের চাপায় কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে ঢাকাÑ সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ ছনপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে। আড়াইহাজার থানার উপÑপরিদর্শক ( এস আই) মজিবুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে ছনপাড়া নামক স্থানে এসে বিকল হয়ে যায়। সে কাভার্ড ভ্যানটি থাময়ে এর পিছনে দাঁড়ানো ছিল। এ সময় সিলেট গামী এ্যাপোলা পরিবহনের একটি বাস পিছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কাভার্ড ভ্যান চালকের নাম কুরবান আলী (২০)। সে পাবনার বেড়া থানার পাইরা গ্রামের রমজান আলীর ছেলে বলে পুলিশ জানায়। ঘাতক বাসটি অটক করা সম্ভব হয়নি।
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মিরা বেগম (৬০) নামের এক মহিলা নিহত ও মাইক্রোবাসের যাত্রি ৪ জন গুরুত্বর আহত হয়েছে। গুরুত্বর আহতরা হলেন, আলমপুর চাঁপাইনবাবগঞ্জের গোলাম কিবরিয়া (৫০), তার ছেলে মাহামুদুল হাসান (৩৫), বিষ্ণপুর ঠাকুরগাঁর মনজুর আলম (৩০) ও গন্দরপুর রুপসী রুপগঞ্জ নারায়নাঞ্জে আমিন (৩২)। প্রত্যক্ষদর্শীসূত্রে জানাগেছে, গতকাল শনিবার দুপুর দেড়টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা কাঁঠালবাড়িয়া আজরাইলের মোড়া নামক স্থানে চাঁপাইনবাগঞ্জ থেকে ঢাকা গামী মাইক্রোবাস ও বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে মাইক্রোবাসের যাত্রি মিরা বেগম গুরুত্বর আহত হয়ে ঘটনা স্থালে মারা যায়। সেসময় মাইক্রোবাসের অপর ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতদের পুঠিয়া ফায়ারসার্ভিসের কর্মিরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে রামেক হাসাপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ