Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুল্ক ও ট্যাক্স আইন যুগোপযোগী সংস্কার করা হচ্ছে এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শুল্ক ও ট্যাক্স আইন সংস্কার করে যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। এজন্য বিভিন্ন একাডেমি, মিডিয়া ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করা হয়েছে। গতকাল (শনিবার) চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিআইইউ-এনবিআর যৌথভাবে ট্যাক্স শিক্ষা বিষয়ক এ সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনছুর। স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আহমদুল হক। আলোচনায় অংশ নেন এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও পেডরোলো গ্রæপের চেয়ারম্যান নাদের খান। কারিক্যুলাম ডিজাইনের উপর বক্তব্য রাখেন কর কমিশনার সৈয়দ আবু দাউদ।
অনুষ্ঠানে এনবিআর সদস্য এস এম আশফাক হোসাইন, হাবিবুর রহমান আখন্দ ছাড়াও চট্টগ্রামের কর্পোরেট অফিসের প্রধান, সিএফও এবং উচ্চপদস্থ কর্মকর্তা, চট্টগ্রাম কাস্টমস, ভ্যাট, ট্যাক্স ও বন্ড কমিশনার, সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এদিকে সিআইইউ ও এনবিআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিআইইউ এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম নুরুল আবসার এবং এনবিআরের পক্ষে স্বাক্ষর করেন এনবিআর সদস্য এস এম আশফাক হোসাইন।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন
সিঅ্যান্ডএফ এজেন্ট মালিকদের মধ্যে শীর্ষ কর প্রদানকারীদের সম্মাননা দেয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। গতকাল নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সদস্যদের এসএসসি-এইচএসসিতে উত্তীর্ণ সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সবসময় আপনাদের উপযুক্ত মূল্যায়ন করি। ঢাকায় বিষয়টি বলেছি এবং সকল সহকর্মীদের নির্দেশ দিয়েছি তারা যেন প্রত্যেকটি কাস্টমস হাউসের শুল্ক স্টেশনে টপ-টেন সিঅ্যান্ডএফ এজেন্টকে চিহ্নিত করে সম্মানিত করেন। সিঅ্যান্ডএফ মালিকদের পরিবারদের ‘কর বাহাদুর’ উপাধি দেয়ার বিষয়ে অ্যাসোসিয়েশন সদস্যদের দাবি গ্রহণ করে যেসব সিঅ্যান্ডএফ এজেন্টের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কর দিয়ে আসছে, তাদের মধ্যে শীর্ষ দশ জনকে চিহ্নিত করে দেয়ার আহŸান জানান তিনি। কর বাহাদুর পরিবার সম্মাননা দেয়ার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, ব্যবসায়ী-বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে সিঅ্যান্ডএফ এজেন্টরা। বন্দর চেয়ারম্যান ‘কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন’ নামটির সাথে পোর্ট শব্দ উল্লেখ করে ‘পোর্ট- কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন’ করার আহŸান জানান। অনুষ্ঠানে এসএসসিতে ৪৮ জন এবং এইচএসসিতে ২৬ জনসহ সিঅ্যান্ডএফ এজেন্ট মালিকদের ৭৪ জন সন্তানকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আক্তার হোসেন, চট্টগ্রাম কাস্টমস কমিশনার একেএম নুরুজ্জামান, কৃতী শিক্ষার্থীদের পক্ষে এসএসসি পাশ করা মৃত্তিকা সাহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ