Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

‘রাসূলের সুন্নত’ মানুষের মধ্যে পৌছে দেওয়ার জন্য মাদরাসার শিক্ষার্থীদের প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের ভিসির আহŸান
প্রেস বিজ্ঞপ্তি : ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে গতকাল সকালে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া ও নাতে রসুলের এর আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতির বক্তব্যে ভিসি বলেন, ভবিষ্যতে বড় পরিসরে ধর্মীয় ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, অন্যায় দুর্নীতি লোভ লালসা যেন না আসে সে ব্যাপারে সচেষ্ট থাকবে হবে। তিনি ‘রসুলের সুন্নত’ মানুষের মধ্যে পৌছে দেওয়ার জন্য মাদরাসার শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড.এ.কে.এম মাহবুবুর রহমান প্রিন্সিপাল, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকি নদভী, পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকারম, ঢাকা। উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মোঃ ওসমান গনি সালেহী, মুহাদ্দিস, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত মাদরাসার শিক্ষার্থীরা হামদ ও নাতে রসুল পরিবেশন করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের সার্বিক উন্নয়নে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ