Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রা শুরু করল শিক্ষামূলক অনুষ্ঠান আমার ল²ীপুর

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রতিহিংসার রাজনীতি দূরীকরণে তরুণদের ভূমিকা মূখ্য ল²ীপুর জেলা আ’লীগ সভাপতি
ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু প্রতিহিংসার রাজনীতি দুরীকরণে তরুণদের ভূমিকা মূখ্য উল্লেখ করে বলেন, ল²ীপুর জেলার রাজনীতিতে হানাহানি মুক্ত যে সুবাতাস ফিরে এসেছে, তা যেন তরুণদের হাত ধরে আরো বেশি বেগবান হয়। সে লক্ষ্যে দল মত নির্বিশেষে তরুণদের নিয়ে একযোগ কাজ করতে হবে। তিনি গতকাল শনিবার ল²ীপুর জেলার তরুণ প্রজন্মের শিক্ষামূলক প্ল্যাটফর্ম “আমার ল²ীপুর” উদ্ধোধনকালে এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা গোলাম ফারুক পিংকু বলেন, তরুণরাই গড়বে ডিজিটাল বাংলাদেশ। আর সে লক্ষ্যেই আমার ল²ীপুর এই প্ল্যাটফর্মটি। যেখানে তরুণদের জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার করার পাশাপাশি ল²ীপুরের সফল ব্যক্তিদের সফলতার গল্প তুলে ধরা হবে। তিনি আশা করেন, ‘আমার ল²ীপুর’ প্ল্যাটফর্মের মাধ্যমে ল²ীপুরের শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ও ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীরা জীবনমুখী শিক্ষার মাধ্যমে আধুনিক লক্ষীপুরের উন্নয়নে অবদান রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান জাহিদ। অনুষ্ঠানের পরিচালক মহিউদ্দিন লিটন জানান, ‘‘আমার ল²ীপুর’’ নামে ফেইসবুক পেইজে, ইউটিউব চ্যানেলে প্রতি বুধবার সন্ধ্যা ৬টায় ব্র্যান্ড ফোকাসের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ