Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে জেরুজালেমে ইসরাইলি জবরদখল পরিকল্পনা বন্ধ করুন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল­াহ আল-গালিব
রাজশাহী ব্যুরো : জেরুজালেমে ইসরাঈলের রাজধানী স্থানান্তরের পরিকল্পনা এবং তাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤েপর স্বীকৃতি দানের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল­াহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, আল-কুদসকে ইসরাঈলের রাজধানী ঘোষণা কেবল ফিলিস্তীন নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। দীর্ঘ শত বছর ধরে পশ্চিমা সহযোগিতায় ইসরাঈল ফিলিস্তীন রাষ্ট্র জবর দখল করে রয়েছে। অথচ ইহুদীবাদীদের এই জবরদখলের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে স্বয়ং জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী হিসাবে স্বীকৃতি দানের মাধ্যমে ট্রা¤প প্রশাসন ফিলিস্তীনের জনগণের অধিকারের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে এবং বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। এর মাধ্যমে তারা মূলত মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বকে অস্থিতিশীল করার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে। তিনি অবিলম্বে ওআইসি সহ মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ইসরাঈলের এই ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ