Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ালিদের অনশন ভাঙালেন ঢাবি ভিসি

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশ^বিদ্যালয় রিপোর্টার : অবশেষে ঢাবি (ঢাকা বিশ^বিদ্যালয়) ভিসির আশ^াসে অনশন ভেঙ্গেছেন ডাকসু নির্বাচনের দাবিতে গত ২৫ নভেম্বর থেকে অনশনরত থাকা ঢাবি শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ। গতকাল শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ভিসি মো. আখতারুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল কলা আর পানি খাইয়ে তার অনশন ভাঙান।
অনশন ভাঙ্গানোর পূর্বে ভিসি প্রফেসর ড. মো আখতারুজ্জামান তাকে ডাকসু নির্বাচনের ব্যপারে আশ^স্ত করেন। এসময় উপস্থিত ছাত্র ছাত্রীরা ভিসির নিকট নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানতে চাইলে ভিসি তা এড়িয়ে চলে যান।
অনশনে থাকা ওয়ালিদ আশরাফকে তার অনশনরত অবস্থায় তিন বার হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে তার শারীরিক অবস্থার অবনতির জন্য।
ডাকসু নির্বাচনের দাবিতে গত ২৫ নভেম্বর অনশন শুরু করেন ওয়ালিদ আশরাফ। ক্যাম্পাসের বামপন্থি ছাত্র সংগঠন ও অনেক শিক্ষার্থীই তার এই অনশনকে সমর্থন করেন এবং দিন রাত তার পাশে থেকে তার পরিচর্যা করেন। তার এই অনশনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের দাবিতে মোমবাতি প্রজ¦লন কর্মসূচি পালন দেয়াল লিখনে ভরে উঠেছে প্রায় অনেক দেয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ