প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা ডাস্টিন হফম্যান জানিয়েছেন তিনি যে নারীদের শ্রদ্ধা করেন তার প্রমাণ হল তার অভিনীত চলচ্চিত্র ‘টুটসি’। তার বিরুদ্ধে নারীর প্রতি অসদাচরণের অভিযোগ ওঠার পর তিনি এই মন্তব্য করেন।
অ্যানা গ্র্যাম হান্টার নামে এক নারী স¤প্রতি অভিযোগ করেন ৩২ বছর আগে ‘ডেথ অফ আ সেলসম্যান’ চলচ্চিত্র নির্মাণের সময় তিনি যখন শিক্ষানবিস ছিলেন হফম্যান তাকে যৌন হয়রানি করেছিলেন।
এক সূত্র জানিয়েছে ৮০ বছর বয়সী অস্কারজয়ী অভিনেতাটি ‘টুটসি’ চলচ্চিত্রের উল্লেখ করে বলেছেন, “নারীর প্রতি আমার যদি অবিশ্বাস্য শ্রদ্ধা নাই থাকত আমি এই চলচ্চিত্রটিতে অভিনয়ই করতাম না। চলচ্চিত্রটির মূল কথাই হল- ভাল পুরুষ হতে হলে নারীর ভাল গুণগুলো অর্জন করতে হবে।” ১৯৮২তে মুক্তিপ্রাপ্ত ফিল্মটিতে হফম্যান এক অসফল অভিনেতার ভূমিকায় অভিনয় করেন যে সাফল্যের আশায় একটি সোপ অপেরায় নারীর বেশ নিয়ে অভিনয় করে।
অভিনেতাটি জানান নারীর বেশে তিনি লক্ষ্য করেছিলেন সেটের কিছু পুরুষ তাকে কোনও আমলই দিচ্ছে না। তিনি বলেন, “বাড়িতে ফিরে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আমি কখনও বুঝতে পারিনি পুরুষরা এতোটা নিষ্ঠুর হতে পারে। আমাকে তাদের কাছে আকর্ষণীয় মনে হয়নি, তারা যেন সেখান থেকে আমাকে মুছে ফেলেছে...”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।