প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রথমবারেরমত প্রবর্তণ করতে যাচ্ছে ‘এটিএন বাংলা পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৭’। ২০১৭ সালে দেশের টেলিভিশন, সংগীত, এবং চলচ্চিত্র বিভাগে বছরের শ্রেষ্ঠ ভূমিকা বিবেচনা পূর্বক এই পুরস্কার বিতরণ করা হবে। এখন থেকে প্রতি বছরে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনসন সিটি বসুন্ধরার নবরাত্রীতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন করছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সিইও অনন্যা রুমা জানান, প্রস্তুতি চলছে। এই অনুষ্ঠানের মাধ্যমে এটিএন বাংলা দেশের সংস্কৃতিক অঙ্গণে একটি নতুন ভূমিকা রাখবে। যা সবার কাছেই আনন্দের একটি বিষয় হবে বলে বিশ্বাস করি আমি। ‘এটিএন বাংলা পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানটি আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রুমানা আফরোজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।