Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে-হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দুর্নীতির দায়ে যেখানে বিএনপির মাথা নত হওয়ার কথা সেখানে তারা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
গতকাল শুক্রবার বিকালে ঢাকা বিশ্বিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা ও বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, লজ্জা হওয়া উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। খালেদা জিয়ার দুর্নীতির বিচার কাজ শেষ পর্যায়ে থাকায় অস্থির হয়ে পড়েছেন বিএনপি নেতারা। যতো অন্যায় করেছে বিএনপির নেতারা, এতিমের টাকা মেরে খেয়েছেন তারা এর জন্য তাদেরকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, সৌদি আরবে জিয়া পরিবারের অর্থ পাচারের খবর গণমাধ্যমে এসেছে। তারেক জিয়ার সিঙ্গাপুরে দুর্নীতির খবরও গণমাধ্যমে এসেছিল। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।
হানিফ বলেন, তারেক জিয়া দুর্নীতির টাকায় লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে। বিএনপি এখন এটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।
বিএনপিকে নির্বাচনে আনার দায় সরকারের নেই জানিয়ে হানিফ বলেন, নির্বাচনে না আসার ভুল এবার করবে না বিএনপি। ২০১৪ সালের মতো এবারও যদি নির্বাচনে না এসে বানচালের চেষ্টা করে তাহলে জনগণই এর জবাব দিবে।
বিএনপি নেত্রী নানা কৌশলে কালক্ষেপন করে মামলা থেকে বাঁচতে চাইছেন বলেও জানান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ৯ বছর ধরে এ দুর্নীতির মামলা চলছে। আর বিএনপি বলছে সরকার এ মামলা তাড়াহুড়া করছে। তিনি বলেন, এ মামলা বর্তমান সরকার বা আওয়ামী লীগ করেনি। এ মামলা করেছে সাবেক তত্ত¡াবধায়ক সরকার।
হানিফ বলেন, বিএনপি বুঝতে পারছে এ দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হতে পারে। তাই তারা অস্থির হয়ে পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ