Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে তাদের নিজেদের কবর নিজেরাই খুঁড়বে : রিজভী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা কাল

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম থেকে : সহায়ক সরকার দাবী পূরণ না করে যদি দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় তাহলে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি আরো জানান বাংলাদেশের প্রকৃত রণাঙ্গনের মুক্তিযুদ্ধের দল বিএনপি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি বলে তাদের (আওয়ামী লীগ) একটা অনুশোচনাবোধ কাজ করে। স্বাধীনতার সময় কে কোন সেক্টরে যুদ্ধ করেছে তা আমরা সবাই জানি। ইতিহাসেও আছে। আর আওয়ামী লীগ নেতারা কলকাতায় ইন্টারটেইনমেন্ট সেক্টরে ছিল। উনিও (প্রধানমন্ত্রী) তো যুদ্ধে যাননি। আমাদের দেশে নারীরা যুদ্ধে না গেলেও স্বামী-সন্তানকে যুদ্ধে পাঠিয়েছে। কিন্তু উনিতো তাও করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে যে নেতিবাচক বক্তব্য দেন তারই প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় রিজভী জানান, বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এক সভা দলীয় সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, আমি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যাদের রাজনীতি ভাওতাবাজি, ধাপ্পাবাজি তাদের মুখে এমন বক্তব্য শোভন নয়। জনগণকে প্রতারণার মাধ্যমে তারা ক্ষমতায় আসে। ১০টাকা কেজি দরে জনগণকে চাল খাওয়াতে চেয়েছিল। সে কথা রাখেনি। এখন ২০ টাকা কেজি পেয়াজের মূল্য ১২০টাকা। দেশের চলমান নানা সংকট, ভয়ংকরতম বেকারত্বের অভিশাপ, সামাজিক ও অর্থনৈতিক সংকট সমাধান না করে প্রধানমন্ত্রী প্রতিহিংসা পরায়ণ হয়ে বিএনপি সম্পর্কে একটি বিকারগ্রস্থ বক্তব্য দিয়েছে। ব্যক্তিগত গালিগালাজ করেছে। যা বস্তি লেভেল পর্যায়ের বক্তব্য। অন্ধ হিংসা থেকে এসব কথা বলা হচ্ছে। চাপাবাজি মার্কা কথা। বর্তমান সরকার বিরোধী মতকে বন্ধ করতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ইতিহাস বলে এতেও রক্ষা হবে না এ সরকারের। তিনি দৃঢতার সাথে বলেন, সহায়ক সরকারের অধিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ