Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় জেএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থগিত

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার পরীক্ষাকেন্দ্রে জেএসসি পরীক্ষায় অসাধুপায়ে অবলম্বন ও ব্যাপক অনিয়মের অভিযোগে উক্ত প্রতিষ্ঠানের আসন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত করেছে বরিশাল শিক্ষা বোর্ড। সংশ্লিষ্ট বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানাগেছে, স¤প্রতি অনুষ্ঠিত জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় মিরুখালী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় শিক্ষার্থী মাইনুল ইসলাম উত্তর পত্রের সাথে বাহির থেকে লিখে আনা অতিরিক্ত পত্র (লুচ সীট) গেঁথে দেয়। পরীক্ষক খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর হাতের লেখার সাথে অতিরিক্ত উত্তর পত্রের অমিল পাপওয়ায় বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বরিশাল শিক্ষাবোর্ডের স্মারক নং- বশিবো/পনি/এসএসসি/২০১৭/১৮০২, তারিখ ৫/১২/ ২০১৭ ইং বোর্ডের ওয়েবসাইটে ওই কেন্দ্র স্থগিতের আদেশ দেন।
কেন্দ্র সচিব ও ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমগীর হোসেন খান জানান, বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র স্থগিতের আদেশ পেয়েছি। তিনি আরও জানান, শিক্ষার্থীরা কক্ষে বসে কি করে তা আমার জানার কথা নয়। তবে তিনি দাবী করেন ওই শিক্ষার্থী মাইনুল ইসলাম আমার স্কুলের ছাত্র।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক পরীক্ষা কেন্দ্র স্থগিতের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ