Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা ক্ষমতায় আসতে ধর্ম প্রচারের কথা বলেন তাদের মতো মোনাফেক আর নেই -শিল্পমন্ত্রী

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা ক্ষমতায় আসতে ধর্ম প্রচারের কথা বলেন, তাদের মত মোনাফেক আর নেই। জামায়াত যা বলে তা ইসলামের ধর্ম নয়। পবিত্র কুরআন শরিফে ইসলামকে কটুক্তি কারার কোন স্থান নেই। ইসলাম একটি মহান পবিত্র ধর্ম,সাম্মের ধর্ম, শান্তির ধর্ম, কাটাকাটি হানাহানি ও জঙ্গিবাদ সৃষ্টির সোখানে কোন স্থান নেই। ধর্মপ্রাণ মানুষকে বিপদগামী করার অপচেষ্টা এদেশের মানুষ বিগত দিনে মোকাবেলা করেছে, প্রতিহত করেছে; আগামী দিনেও করবে। ধর্মের নামে যেকোন উশৃঙ্খলতা ও জঙ্গিবাদ প্রতিহত করবে। ধর্মান্ধতা যাতে আমাদের গ্রাস করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠি কেন্দ্রিয় ঈদ গা প্রাঙ্গনে আলোচনা ও মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে মাহফিলে জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। কয়েক হাজার মুসল্লী মাহফিলে অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ