Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে সম্পূর্ণ অবৈতনিক ¯ু‹ল ইসমাইল চৌধুরী কিন্ডার গার্টেন উদ্বোধন

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের কিং সোনাপুর গ্রামে সম্পূর্ণ অবৈতনিক ইসমাইল চৌধুরী কিন্ডার গার্টেন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ মোঃ মোজাম্মেল হক খান। কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহাম্মেদ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত ডিআইজি খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, কুমিল্লা জেলা পরিষদের সিইও সঞ্জয় কুমার ভৌমিক, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিম, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি মেহেদী হাসান, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) দিপন দেবনাথ, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, শিল্পপতি শাহজাহান মজুমদার, মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতিক, ইউপি চেয়ারম্যান একরামুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাউছার হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আবদুল মতিন চৌধুরীর পুত্র বেনজির চৌধুরী। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ