Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটিতে আ’লীগ নেতা হত্যাসহ তিন মামলা বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ আটক ১৪

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত জুড়াছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমা হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমার উপর হামলার ঘটনাসহ রাঙামাটি সদরে জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ঝর্ণা খীসার উপর হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই তিন মামলায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা ও তার ছেলেসহ সর্বমোট ১৪ জনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোররাত পর্যন্ত পুলিশী অভিযানে বিলাইছড়ি ও রাঙামাটি শহর থেকে ১৪ জনকে আটক করা হয়। রাঙামাটি জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের রাঙামাটি বিচারিক আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করবে পুলিশ।
বৃহস্পতিবার সারারাত অভিযান পরিচালনা করে রাঙামাটি শহর থেকে আটককৃত নয় জন হলো বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, রিটন চাকমা (২৯), বাবু চাকমা (২৭) মঙ্গলমনি চাকমা (২৬) সাধন চাকমা(২৮), রিকন চাকমা (২৮), কালঞ্জিত চাকমা (২২), রুপম চাকমা (২৪) সময় বিজয় চাকমা (২৯। অপরদিকে বিলাইছড়ি থেকে আটককৃত পাঁচজন হলো- সুনীল কান্তি চাকমা (৩৫) বুদ্ধি বিজয় চাকমা (৩২) ও সুমন চাকমা (২৫), চন্দ্র চাকমা (৩২), বিভময় চাকমা (২৬)।
এনিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে উপরোক্ত ১৪ জনকে আটক করা হয়েছে জানিয়ে থানা পুলিশ জানায় জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।
পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে কিন্তু একটি মহল এটাকে বিতর্কিত করার অপচেষ্ঠা চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ