Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিআরএ-এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং সম্মাননা প্রদান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত ৬ ডিসেম্বর বিকেলে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর আয়োজনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য দলিল’ হিসেবে অন্তর্ভুক্ত হওয়া উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংস্কৃতির ক্ষেত্রে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না। ৭ই মার্চের ভাষণ রেকর্ডিংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করে বর্তমান সরকার আলাদা মূল্যায়ন করতে চায়। বিসিআরএ সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন (ফর্মার) প্রফেসর ড. আ ব ম ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অরুন কুমার গোস্বামী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ঢাকা মিডিয়া ক্লাবের পরিচালক মিজানুর রহমান বিটু, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।অনুষ্ঠানে ২২ পাউন্ডের একটি কেক কাটা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেয়- কণ্ঠসম্রাট মাজহারুল ইসলাম, কণ্ঠশিল্পী এসডি রুবেল, আঁখি আলমগীর, মহুয়া লিপি, কাজী ফারুক বাবুল, দিঠি আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে কৃতি সংস্কৃতি ব্যক্তিদের বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়া সুবিধাবঞ্চিত কয়েকজনকে সেলাই মেশিন ও হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খান ও অনুষ্ঠানের সদস্য সচিব জহুরুল আলম জাবেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ