Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট মাস দেখলাম, আর দেখার কিছু নেই-শাকিব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আটটা মাস তো দেখলাম, আর কী দেখব? চেষ্টা করলাম অপুকে বোঝাতে। সে যে অন্যায়গুলো করেছে, এর জন্য তার তো অনুশোচনা হওয়া উচিত। কিন্তু হায়, তার কোনো অনুশোচনা নেই। সবকিছুই তার উল্টো ঘটছে। কথাগুলো শাকিব খানের। অপু বিশ্বাসের কাছে তালাকনামা পাঠানোর পর তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। ভারতে শূটিংয়ে থাকাকালে একটি ভয়েস রেকর্ডের মাধ্যমে তিনি এ কথা বলেন। প্রশ্ন উঠেছে, যেখানে প্রায় ৯ বছরের সংসার, সেখানে আট মাস দেখার কি আছে? ৯ বছর কি দেখাদেখি শেষ হয়নি? এসব প্রশ্নের জবাব নেই শাকিবের। পুত্র আব্রামকে ঘরে তালাবদ্ধ করে চলে যাওয়া প্রসঙ্গে শাকিব বলেন, কোনো ডাক্তারি সার্টিফিকেট নাই, কোনো ব্যাথাও পায় নাই, এখন বলে, এই ঘটনা। কিছুদিন আগে পা পিছলে পড়ার ঘটনা সে যেভাবে পাবলিসিটি করে বেড়িয়েছে, সেটা কী হয় কখনও! এটা তো আমি আসলে বুঝতে পারছি না! শাকিব বলেন, এখান থেকে আমার বের হওয়া উচিত। আমার এতই দোষ, এতই ভুল! দোষ দিয়েই ভরা শাকিব খান। তাইলে আর কী বলব! বর্তমানে শাকিব-অপুর স¤পর্ক নিয়ে যেভাবে সংবাদ প্রকাশিত হচ্ছে তাও আর চান না শাকিব। তিনি বলেন, আব্রাম বড় হয়ে সমাজের মানুষের কাছ থেকে তার বাবা ও মায়ের স¤পর্কে নেতিবাচক কোনো কথা শুনবে তেমন কিছু করতে চাই না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ