রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির পালন করে। সকাল ৮টায় রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা রফিকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া, সকাল ৯টায় ধর্মদহ মাঠে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মমিনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেমা পাঠ করা হয়। এরপর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন ও দৌলতপুর থানার ওসি শাহ দারা খান। বক্তব্য রাখেন দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কামাল হোসেন দবির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।