রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, নৃত্য, কবিতা আবৃতি, সুন্দর হাতের লেখা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ৭১ তরুণ সংঘের আয়োজনে শিবগঞ্জ কারবালা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি বেগম, শিবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজুসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন শিবগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা আবদুল্লাহ হিল বাকী। প্রসঙ্গত, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়াও ১২ ডিসেম্বর কারবালা প্রাঙ্গণে জঙ্গি ও মাদকবিরোধী আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।