Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইল স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের উপর পুলিশি হামলার বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সামসুল আলম তোফা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করে এবং মিথ্যা মামলা দিয়ে প্রতিহত করতে পারবে না। আগামী আন্দোলন ও নির্বাচনকে সফল করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ