রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে কৃষকদল নেতার হামলায় আহত বাদশা শেখ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনায় আহত হয়ে বাদশা শেখ গত বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে শহীদ হাওলাদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়া শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত বাদশা শেখের নানা মৃত আব্দুল গণি শেখের কোনো ছেলে সন্তান না থাকায় বাদশা শেখের মাসহ তার দুই খালা তার সম্পত্তির ওয়ারিশ হয়। গণি শেখের মৃত্যুর পর তার তিন মেয়েকে সম্পত্তি না দিয়ে ভাইয়ের ছেলে হাতেম শেখ জোরপূর্বক ওই সম্পত্তি ভোগদখল করে। এ নিয়ে গণি শেখের তিন মেয়ের সাথে হাতেম শেখের আদালতে মামলা চলে আসছে। গত বৃহস্পতিবার সকালে হাতেম শেখের ছেলে কৃষকদলের শাখারিকাঠী ইউনিয়ন শাখার আহŸায়ক ডালিম শেখ ভাড়াটে লোকজন নিয়ে বিরোধীয় জমিতে চাষাবাদের কাজ শুরু করলে বাদশা শেখ বাধা দেয়। বাধা উপেক্ষা করে কাজ করতে থাকলে বাদশা শেখ বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং জমির কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে শুক্রবার সকালে থানায় যেতে বলে। পুলিশ চলে আসার পর ক্ষিপ্ত হয়ে ডালিম শেখ, সেলিম শেখ, জাহাঙ্গীর শেখসহ কয়েকজন মিলে বাদশা শেখকে রাস্তায় ফেলে মারধর করে। নিহত বাদশা শেখের খালাত ভাই শাহজাহান শেখ বলেন, আমার মা-খালার সম্পত্তি অবৈধভাবে হাতেম মেম্বার চাষাবাদ করতে চায়। পুলিশ সংবাদ দেয়ায় হাতেম শেখের ছেলে ডালিম শেখ লোকজন নিয়ে আমার ভাই বাদশাকে রাস্তায় ফেলে মারধর করেছে। সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলেও ডালিম বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় তাকে বিকেলে হাসপাতালে আনতে হয়েছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে পারলে আমার ভাই হয়তো বেঁচে যেত। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের আটকের জন্য তৎপর রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।