বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় ইলেকট্রনিক ডিভাইসসহ সাত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরীক্ষা কেন্দ্রগুলোতে এ অভিযান চালায়। এসময় সন্দেহজনক সাত পরীক্ষার্থীকে আটক করলে তাদের শরীরে বাঁধা অবস্থায় ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা করা হয়। এসব ডিভাইস ও ব্লুটুথের মাধ্যমে তারা প্রশ্নপত্র বাইরে প্রেরণ করে এবং প্রশ্নের উত্তর সংগ্রহ করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় জালিয়াতি অভিযোগ উঠায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জালিয়াতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কঠোর অবস্থান নেয়।
উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য মোট ৭১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার প্রতি আসনে ৮৮জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।