বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর কদমতলীতে বিএনপি সমর্থিত পরিবহন ব্যবসায়ী হারুন অর রশিদ চৌধুরী হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটির ব্যানারে’ গতকাল (বৃহস্পতিবার) বিকালে কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পলাশী চত্বরে সমাবেশ থেকে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী রোববার পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি, ১৩ ডিসেম্বর সংহতি সমাবেশ ও ১৮ ডিসেম্বর মানববন্ধন। গত ৩ ডিসেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে হারুনকে গুলি করে হত্যা করা হয়। বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুব ও ছাত্রলীগকে দায়ী করেন। হারুন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র মরহুম দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে।
সমাবেশে অভিযোগ করা হয়, ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনে আয়োজিতত আনন্দ শোভাযাত্রা থেকে কিছু সন্ত্রাসী হারুনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ওই শোভাযাত্রায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, পাশ্ববর্তী মোগলটুলী ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও সিআরবি জোড়া খুনের মামলার আসামি সাইফুল ইসলাম লিমন নেতৃত্ব দিয়েছিলেন। সমাবেশে হারুনের বড় বোন রাহেলা বানু হত্যাকাÐের দিন পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, হারুনকে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশকে বলেছি, তারা ফাঁকা গুলি ছুঁড়লেও সন্ত্রাসীদের গুলি করেনি। কে আওয়ামী লীগ কে বিএনপি তা না দেখে সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।