পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হযরত শাহমখদুম (রু) এর পূর্ণভূমি রাজশাহী মহানগরীকে গ্রীণ সিটি ক্লিন সিটি ও শিক্ষা নগরী হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন যে কাজ করছে তার ভূয়সী প্রশংসা করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। তিনি রাজশাহীতে জমিয়াতুল মোদার্রেছীন এর রাজশাহী বিভাগীয় সম্মেলন উপলক্ষে এলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মো: মোসাদ্দেক হোসেন বুলবুল সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মেয়র নগরীতে আগমনের জন্য শুভেচ্ছা জানান। মত বিনিময়কালে নগরীর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কথা হয়। মেয়র বলেন, নানা চড়াই উৎড়াই পেরিয়ে তিনি নগরীর উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার উপর আস্থা রেখে নগরবাসী যে দায়িত্ব দিয়েছেন তা পালনে বদ্ধ পরিকর। সবার সহযোগিতা নিয়ে বিভাগীয় এ নগরীকে সত্যিকার অর্থে একটা সুন্দর নগরী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। ইতোমধ্যে বিভিন্ন রাস্তা চওড়া করার কথা উল্লেখ করেন। মত বিনিময়কালে বাহাউদ্দীন বলেন মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। মানুষ কাজের মূল্যায়ন করে। আশাকরি আপনিও কাজের মধ্যদিয়ে নগরবাসীর মনে স্থায়ী আসন করে নিতে পারবেন। প্রকৃত অর্থেই রাজশাহী সুন্দর নগরী। এখানকার মানুষও খুব ভাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।