বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : ব্যাপক পুলিশি অভিযানের পরও মাগুরার শালিখায় থেমে নেই মাদক ব্যবসা।মাগুরার পুলিশ সুপার মোঃ মুনিবুর রহমান মাদকের ব্যাপারে জিরো টলারেঞ্জ ঘোষণা করে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। তার মধ্যেও পুলিশকে ফাঁকি দিয়ে চলছে মাদকের কারবার। মাদকের প্রভাবে সামাজিক বিশৃঙ্খলা বিনষ্টের হুমকি দেখা দিয়েছে। বর্তমান স্কুল পড়ুয়া ছাত্ররাই এখন সব চেয়ে বেশী এ নেশায় জড়িয়ে পড়েছে। অনেক সময়ই এদেরকে বিদ্যালয় ফাকি দিয়ে বিভিন্ন স্থানে গিয়ে গাজা ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।। উপজেলার বাজারগুলো ঘিরে গড়ে উঠেছে মাদক চক্র। এসব চক্রের মধ্যে কয়েকজনকে শালিখা থানা পুলিশ বিভিন্ন সময় ব্যাপক গাঁজা ও ইয়াবাসহ আটক করে আদালতে চালান দিয়েছে। কিন্তু এরা জামিনে এসে পুনরায় এই ব্যবসায় নেমে পড়ে। যেমন তালখড়ি এলাকার উজগ্রামের ব্যবসায়ী হানিফা সাতনাফুরীয়া গ্রামের উজ্জল,দীঘল গ্রামের উজ্জল হোসেন,আড়পাড়া গ্রামের আলমগীর হোসেন,সীমাখালী গ্রামের হাসিবুল ইসলাম,শতখালী বাহির মল্লিকার মুক্তার হোসেন, সীমাখালী গ্রামের ফসিয়ার রহমান,পুলুম গ্রামের আজিজুল ইসলাম,জুনারী গ্রামের সাইদুর রহমানসহ একাধিক ব্যবসায়ী অন্তত্ত ৪/৫ বার গাজা ইয়াবাসহ গ্রেফতার হলেও পরে আবারও তারা সেই ব্যবসায় যোগ দিয়েছে। একাধিক সূত্রে জানা যায়,তালখড়ি বাজারের মঠ পুকুর পাড়,সেওজগাতী বালিকা বিদ্যালয়ের সামনের আম বাগিচা ও প্রাইমারী স্কুল মাঠ, দীঘল গ্রামের সামনের বালু চরের নিকট মেহগনী বাগান, তালখড়ি বাজারের উত্তর পাশের পুকুর পাড়, বারাঙ্গার স্বশ্বান, আড়পাড়া ইকোপার্ক এলাকায়, আড়পাড়া মুক্তিযোদ্ধা কম্পেক্রা এলাকায়, ভাটোয়াইল খেলার মাঠ, বাউলিয়ার কানা পুকুর আশ্রম এলাকায়, শতখালী স্কুল মাঠ, সীমাখালী স্কুল মাঠ,মেহগুনী বাগান ও চিত্রা নদীর পাড়, শালিখা সম্মেলনী কলেজ মাঠ, শরুশুনা মিনা বাজার স্কুল মাঠ, হাজরাহাটি মাদরাসা মাঠ, সিংড়া স্কুল মাঠ, বনাগাতী কুয়াদ পুর মেহগুনী বাগান এলাকায়, গঙ্গারামপুর পিকে স্কুল মাঠ ও নদীর কুল এলাকায়, আড়পাড়া ডাকবাংলো এলাকার নদীর পাড়, বাহির মল্লিকার ওয়াপদার খাল পাড় এলাকাসহ উপজেলার প্রাই গ্রামে গাঁজা ও ইয়াবা সেবন কারীরা বিকাল থেকে রাত ৯টার মধ্যে অবস্থান নেয়। আর এসব এলাকায় রয়েছে একাধিক গাঁজা ব্যবসায়ী। ইতোপূর্বে শালিখা থানা পুলিশ শুধু মাত্র দিঘোল গ্রাম সাতনাফুরিয়া, পুলুম,সীমাখালী,শতখালী,তালখড়ি,গঙ্গারামপুর, শালিখা শতপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্য ব্যাপক উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।